National

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক মর্টার বর্ষণ, শহিদ ২ বিএসএফ জওয়ান

Published by
News Desk

সবে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে বৈঠক হয়েছে। ২ দেশই সীমান্তে সংঘর্ষ বিরতি বজার রাখতে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। গত ২৯ মে ২ দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকে স্থির হয় তারা ২০০৩ সালের সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলবে। কিন্তু সেসব চুক্তির তোয়াক্কা না করে রবিবার ভোরবেলায় ফের ভারতীয় সেনা শিবির ও সাধারণ জনবসতি লক্ষ্য করে মর্টার বর্ষণ শুরু করে পাক রেঞ্জাররা। যার জেরে ২ বিএসএফ জওয়ান আহত হন। পরে হাসপাতালে তাঁদের ২ জনেরই মৃত্যু হয়। পাক মর্টারের আঘাতে আহত হয়েছেন ৭ গ্রামবাসী।

রবিবার ভোরে জম্মুর পার্গওয়াল এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে পাক রেঞ্জাররা বিনা প্ররোচনায় মর্টার বর্ষণ শুরু করে। এভাবে পাকিস্তানকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে মর্টার বৃষ্টি করতে দেখে ভারতও জবাব দেয়।

Share
Published by
News Desk