National

পাথর বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে জওয়ানদের ধাক্কা ট্রাকের, মৃত ২

Published by
News Desk

গত বুধবার সন্ধ্যা ৭টা। জম্মু কাশ্মীরের কোকেরনাগ অঞ্চলে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন সিআরপিএফ জওয়ানরা। একদল যাচ্ছিলেন ট্রাকে করে। আর ২ জওয়ান ট্রাকের সামনে বাইকে করে যাচ্ছিলেন। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, কোকেরনাগ এলাকায় পৌঁছতেই জওয়ানদের গাড়ি লক্ষ্য করে হঠাৎ পাথর উড়ে আসতে থাকে। পাথরের ঘায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি গাছে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়েন ২ জওয়ান। মাথায় গুরুতর চোট পান ২ সিআরপিএফ জওয়ান রিয়াজ আহমেদ ওয়ানি ও নিশার আহমেদ ওয়ানি। পাথরের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও।

ঝনঝনিয়ে ভেঙে পড়ে গাড়ির কাচ। মাথা ফেটে গুরুতর জখম হন গাড়ি চালক রূপ সিং। টাল সামলাতে না পেরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জখম বাইক আরোহী জওয়ানদের। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ট্রাক চালকের অবস্থাও আশঙ্কাজনক। ট্যুইটারে দুর্ঘটনায় মৃত ২ সিআরপিএফ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কাশ্মীর পুলিশ।

Share
Published by
News Desk