National

গা ঢাকা দেওয়া ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী

Published by
News Desk

গত শুক্রবারই কুপওয়ারার হালমাতপোরা গ্রামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে খতম হয় ৫ পাকমদতপুষ্ট জঙ্গি। সেই ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটল না। শুক্রবার রাতেই ফের গুলির তীব্র শব্দ খানখান করে দেয় অনন্তনাগের নিস্তব্ধতা। অনন্তনাগের দুরু গ্রামে কয়েকজন সন্ত্রাসবাদী গা ঢাকা দিয়ে রয়েছে। খবর পেয়ে গভীরে রাতে সেখানে অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ। তাদের সঙ্গে যোগ দেন ভারতীয় সেনা ও সিআরপিএফ জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রথমে আক্রমণের পথে হাঁটে কাছাকাছি বাড়িতে আত্মগোপন করে থাকা জঙ্গিরা। পাল্টা প্রতিঘাতের পথে নামে সেনা ও পুলিশবাহিনী। চলতে থাকে গুলি‌যুদ্ধ। অবশেষে শনিবার সকালে আসে সাফল্য। যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় ২ জঙ্গি।

তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, কার্তুজ উদ্ধার হয়েছে। মৃতরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গেছে। জঙ্গি নিধনের যজ্ঞে সেনা, জওয়ান বা পুলিশের দিক থেকে কোনও হতাহতের খবর মেলেনি। জঙ্গি নিকেশের পর গোটা এলাকা নিরাপত্তার কড়া চাদরে মুড়ে দেওয়া হয়। আশপাশে আর কোথাও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার জন্য চলছে চিরুনি তল্লাশি।

Share
Published by
News Desk