National

পোখরানে সফল ‘ব্রাহ্মোস’ পরীক্ষা, অব্যর্থ লক্ষ্যভেদ

Published by
News Desk

সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস-এর উড়ান পরীক্ষা সফল হল এদিন। শব্দের চেয়েও দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করা হয় ২০০৬ সালে। এরপর এর নানা সময়ে পরীক্ষা হয়েছে। উন্নত করা হয়েছে এর ক্ষমতা। এদিন পোখরানে ব্রাহ্মোসের সফল উৎক্ষেপণের পর সে সম্বন্ধে ট্যুইট করে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানান, অব্যর্থ লক্ষ্যে আঘাত হেনেছে ব্রাহ্মোস। পরীক্ষা সফল। এজন্য ডিফেন্স রিসার্চ এণ্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

শব্দের চেয়ে প্রায় ৩ গুণ গতি সম্পন্ন ব্রাহ্মোসের রেঞ্জ ২৯০ কিলোমিটার। বৃহস্পতিবার সকাল ৮টা ৪২ মিনিটে রাজস্থানের পোখরানে ব্রাহ্মোসের পরীক্ষা করা হয়।

Share
Published by
News Desk