National

সুঞ্জওয়ানের পর শ্রীনগরের সেনা ছাউনিতে জঙ্গি হামলা, মৃত ১ সিআরপিএফ জওয়ান

Published by
News Desk

জম্মু কাশ্মীরের বরফে ঢাকা উপত্যকা এখন ‘প্রাণঘাতী রোগ’-এর কবলে বিপর্যস্ত। সেই সংক্রমণের নাম পাকমদতপুষ্ট জঙ্গিদের একের পর এক হামলা। গোটা জম্মু কাশ্মীরে ছড়িয়ে গিয়েছে নাশকতার জীবাণু। আর সেই জীবাণু সংক্রমণের নিশানায় এখন ভারতীয় প্রতিরক্ষা শিবির। সুঞ্জওয়ানের পর শ্রীনগরের করণনগরে সেনা ছাউনিতে সশস্ত্র জঙ্গি হামলা অন্তত সে কথাকেই আরও একবার প্রমাণ করল। গত রবিবারই টানা ৩০ ঘণ্টার লড়াই শেষে খতম হয়েছে ৪ জৈশ জঙ্গি। জঙ্গি হামলার মুখে শহিদ হয়েছেন ৫ সেনাকর্মী। তার রেশ কাটার আগে মঙ্গলবার ফের জঙ্গি হামলার কবলে পড়ল শ্রীনগর।

সোমবার ভোর ৪টে নাগাদ শ্রীনগরের করণনগরের সেনা ক্যাম্পে আচমকা ঢুকে পরে ২ জঙ্গি। হাতে একে-৪৭ নিয়ে সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা। জঙ্গিদের অতর্কিত হামলায় শহিদ হন ১ সিআরপিএফ জওয়ান। জঙ্গি হামলার খবর পেয়ে সাথে সাথে পুরো এলাকা ঘিরে ফেলে সিআরপিএফ। কোণঠাসা হয়ে পড়ে ২ জঙ্গি। বেগতিক বুঝে এলাকায় ছেড়ে চম্পট দিয়ে গা ঢাকা দেয় তারা। এলাকা জুড়ে চলছে তুষারপাত। তারমধ্যেই জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় খানাতল্লাশি শুরু করেছে সুরক্ষা বাহিনী।

Share
Published by
News Desk