National

গোপন নথি পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেফতার ভারতীয় বায়ুসেনা

Published by
News Desk

পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-য়ের কাছে ভারতীয় সেনার গোপন ও গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে এক এয়ারফোর্স আধিকারিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। প্যারাসুট জাম্প বিশেষজ্ঞ অর্জুন মারওয়াকে বেশ কিছুদিন ধরেই নজরে রেখেছিল সেনা। গত বুধবার তিনি স্মার্টফোন সঙ্গে করে বায়ু সেনার সদর দফতরে প্রবেশ করেন। কিন্তু নিয়ম হল ওই ভবনে স্মার্টফোন নিয়ে ঢোকা যায় না। তা নিষিদ্ধ। সেনাবাহিনীর গোয়েন্দাদের ধারণা কোনও গোপন নথির ছবি তুলে তা পাঠানোর মতলব ছিল অর্জুনের। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ গ্রুপ ক্যাপ্টেন হিসাবে কর্মরত ৫১ বছরের অর্জুন মারওয়া আইএসআইয়ের হানিট্র্যাপের শিকার। অনলাইন চ্যাটে ২ মহিলা পাক গুপ্তচরের ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। অনুমান যৌন ছোঁয়া থাকা চ্যাট উপভোগ করতেই ভারতীয় সেনার গোপন নথি পাচার করছিলেন অর্জুন মারওয়া। সামনের বছরই সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার কথা ছিল তাঁর।

Share
Published by
News Desk