Sports

নাক কাটল দিল্লির, দূষণে বিঘ্নিত টেস্ট, নাক ঢেকে খেললেন শ্রীলঙ্কার খেলোয়াড়েরা

Published by
News Desk

দিল্লির দূষণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। দিল্লির দূষণ মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে তা দ্রুত খবরের শিরোনামে উঠে এসেছে। দূষণে মুখ ঢেকেছে দৃশ্যমানতা। তার ওপর এই সময়ে কুয়াশার তাণ্ডব তো আছেই। সব মিলিয়ে এদিন দিল্লিতে ভারত শ্রীলঙ্কা টেস্টও বার বার বিঘ্নিত হল দূষণের কারণে।

বেলার দিকে শ্রীলঙ্কার খেলোয়াড়েরা দূষণ নিয়ে অভিযোগ জানান। পরপর ৩ বার বন্ধ হয়ে যায় খেলা। দূষণ থেকে বাঁচতে শ্রীলঙ্কার খেলোয়াড়দের নাকে মাস্ক পড়ে খেলতে দেখা যায়। যা ভারতের রাজধানী শহরের দূষণ মাত্রাকে লজ্জার জায়গায় পৌঁছে দিল।

Share
Published by
News Desk