National

ডাকঘরে হরতাল, ভোগান্তির শিকার আমজনতা

Published by
News Desk

সকাল থেকে পোস্ট অফিসের দরজায় তালা। অনেকে না জেনেই চলে এসেছিলেন প্রয়োজনীয় কাজ সারতে। এসে জানতে পারেন ধর্মঘট। বৃহস্পতিবার পোস্ট অফিসে কোনও কাজ হবেনা। অগত্যা বাড়ি। বাড়ি ফিরতে হয়েছে বহু অবসরপ্রাপ্ত মানুষকেও। ২০ দফা দাবিতে এদিন পোস্ট অফিসে ধর্মঘট পালন করলেন ডাকঘর কর্মচারি ইউনিয়ন। সারা দেশ জুড়েই এদিন ধর্মঘট পালিত হয়। কাজে যোগ না দিলও এদিন অনেক পোস্ট অফিসের সামনেই কর্মচারিরা ভিড় করে স্লোগান দেন। তুলে ধরেন নিজেদের দাবিদাওয়া।

 

Share
Published by
News Desk