একটা যুগের সমাপ্তি, বন্ধ হয়ে যাচ্ছে ডাকবিভাগের ৫০ বছরের পরিষেবা
ভারতীয় ডাকবিভাগের ৫০ বছর পার করা পরিষেবা এবার বন্ধ হয়ে যাচ্ছে। শেষ হচ্ছে একটা যুগের। একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে আধুনিকতার ছোঁয়ায়।

ই-মেল থেকে শুরু করে বেসরকারি স্পিড পোস্ট সংস্থার দাপটে চিঠি বিষয়টাই এখন ক্রমশ আধুনিক প্রজন্মের কাছে একটা পুরনো ইতিহাসে পরিণত হয়েছে। ভারতীয় ডাকবিভাগ যেখানে একটা সময় মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের প্রধান হাতিয়ার ছিল, তা এখন এক বিবর্ণ ইতিহাসে পরিণত হচ্ছে।
চিঠি এখন কিছু মানুষের জন্য একটা নস্টালজিয়া। তবে এখনও শহর থেকে বেরিয়ে গেলে ডাকবিভাগগুলির ব্যস্ততা নজর কাড়ে। ডাকবিভাগের এক অন্যতম কাজ ছিল রেজিস্টার্ড পোস্ট পরিষেবা।
সে আইনি কাগজ পাঠানো হোক বা সরকারি চিঠিপত্রের আদান প্রদান অথবা মানুষের মন ভাল করা চাকরির চিঠি, সবই আসে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। সেই রেজিস্টার্ড পোস্ট পরিষেবাটিই বন্ধ হয়ে যাচ্ছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে ভারতীয় ডাকবিভাগের এই পরিষেবাটি। ৫০ বছর ধরে চলে আসা এই পরিষেবার প্রতি মানুষের আকর্ষণ ক্রমশ কমছে। রেজিস্টার্ড পোস্ট এতটাই কমেছে যে ডাকবিভাগ এই পরিষেবাটি বন্ধ করতে বাধ্য হচ্ছে।
সেই সঙ্গে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এই রেজিস্টার্ড পোস্ট পরিষেবাটিকে স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে গুরুত্বপূর্ণ সব কাগজপত্র স্পিড পোস্ট করতে হবে। রেজিস্টার্ড পোস্টের সুবিধা আর পাওয়া যাবেনা।
এখানে অবশ্য প্রশ্ন উঠছে রেজিস্টার্ড পোস্টের খরচ স্পিড পোস্টের খরচের চেয়ে অনেকটা কম। গ্রামাঞ্চলে এই রেজিস্টার্ড পোস্টের চাহিদা এখনও রয়েছে। সেখানকার মানুষের ওপর স্পিড পোস্টের অতিরিক্ত আর্থিক ভার চাপিয়ে দেওয়া কি ঠিক?
প্রশ্ন যাই উঠুক না কেন ডাকবিভাগ সময়ের সঙ্গে তাল মিলিয়ে রেজিস্টার্ড পোস্ট বন্ধ করছে অগাস্টের শেষে। তারপর এই পরিষেবা ভারতীয় ডাকবিভাগের ইতিহাসের পাতায় জায়গা করে নেবে।