Entertainment

চিঠির খামে সিনেমার নায়ক, সুপারস্টারকে ডাকবিভাগের বিরল সম্মান

দেশের ডাকবিভাগের তরফ থেকে এমন একটা সম্মান পাওয়া যে কারও কাছে অবশ্যই গর্বের। সেই সম্মান এবার পাচ্ছেন রূপোলী পর্দার সুপারস্টার।

Published by
News Desk

ভারতীয় ডাকবিভাগ দীর্ঘদিন ধরেই ডাকটিকিট প্রকাশ করে বিখ্যাত এবং স্বনামধন্য মানুষদের সম্মানে। তাঁদের মুখ সামনে রেখেই ডাকটিকিট প্রকাশ করা হয়। যা চিঠির খামে জায়গা পায়।

এবার ভারতীয় ডাকবিভাগ চিঠির খাম প্রকাশ করছে এমন এক উদ্দেশ্যকে সামনে রেখেই। তবে চিঠির খামে মুখ থাকবে সমসাময়িক সময়ে সাফল্য পাওয়া মানুষজনের।

সে তাঁরা যেকোনও ক্ষেত্রের প্রতিভাই হতে পারেন। এবার ডাকবিভাগ বেছে নিয়েছে এক স্বনামধন্য সুপারস্টারকে। যে নায়ক তাঁর জীবনের ২৫ বছর পার করলেন সিনেমা জগতে।

সিনেমা জগতে তাঁর ২৫ বছর পূর্ণ হল দক্ষিণী নায়ক কিচ্চা সুদীপ-এর। কিচ্চা সুদীপ কন্নড় সিনেমার এমন এক সুপারস্টার যাঁর ঝুলিতে রয়েছে একের পর এক হিট ছবি। এমনকি বলিউডেও তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন। কাজ করেছেন সলমন খানের মত সিনেমা ব্যক্তিত্বের সঙ্গেও।

কিচ্চা সুদীপের উপস্থিতি কন্নড় সিনেমাকে একটা জায়গায় তুলে নিয়ে গেছে। সেই কিচ্চা সুদীপ এবার জায়গা পেতে চলেছেন ভারতীয় ডাকবিভাগের চিঠির খামে।

ডাকবিভাগের তরফে কিচ্চা সুদীপের বাড়িতে গিয়ে তাঁকে এই বিশেষ খাম প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এসেছেন ডাকবিভাগের কর্তারা।

এদিকে তাঁদের প্রাণের হিরো এই বিরল সম্মান পেতে চলেছেন এটা জানার পর কিচ্চা সুদীপের অনুরাগীরা আপ্লুত। তাঁরা অনেকেই এজন্য কিচ্চা সুদীপকে শুভেচ্ছা জানিয়েছেন। কয়েকদিনের মধ্যেই একটি সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিচ্চা সুদীপের একটি পোস্টাল এনভেলপ প্রকাশ পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk