National

দেখে মনে হবে নৌকা, দেশের একমাত্র ভাসমান পোস্টঅফিসের অন্য আকর্ষণও রয়েছে

একটা আস্ত পোস্টঅফিস ভাসছে জলে। সেখানেই অন্য পোস্টঅফিসের মতই কাজকর্ম হচ্ছে প্রতিদিন। অবাক করা হলেও এ দেশে এমন পোস্টঅফিসও রয়েছে।

Published by
News Desk

ভারতের ডাক যোগাযোগ ব্যবস্থা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ। এত বিশাল ডাক যোগাযোগ ব্যবস্থা বিশ্বের অন্য কোনও দেশে নেই। এমন এমন জায়গায় পোস্টঅফিস বা ডাকঘর রয়েছে যে চমকে উঠতে হয়।

ভারতেই রয়েছে এমন একটি পোস্টঅফিস যা জলে ভাসছে। জলে ভাসমান এই পোস্টঅফিসে কিন্তু প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অন্যান্য পোস্টঅফিসের মতই কাজ চলে।

পোস্টঅফিসের কর্মচারিরা নিয়ম মেনে আসেন। বহু মানুষ হাজির হন চিঠি ফেলতে বা টাকা তুলতে বা অন্য অনেক কাজে। পোস্টম্যানরা চিঠি নিয়ে বেরিয়ে পড়েন বিলি করতে। সবই চলে স্বাভাবিক নিয়মে। কিন্তু জলের তালে এ পোস্টঅফিস ভাসতে থাকে।

ভারতের একমাত্র ভাসমান এই পোস্টঅফিসটি রয়েছে শ্রীনগরে। শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের ওপর এই পোস্টঅফিস একটি পর্যটক আকর্ষণেও পরিণত হয়েছে।

এমন ভাসমান পোস্টঅফিস দেখে অভিভূত হওয়ার পাশাপাশি পর্যটকরা ছবিও তোলেন। শিকারায় চড়েও এ পোস্টঅফিসে হাজির হওয়া যায়। পোস্টঅফিসটিও হুবহু একটি শিকারা নৌকার মতই দেখতে।

কার্যত এই বিরল পোস্টঅফিসকে চিরদিন মনে রাখতে এখান থেকে পর্যটকরা একটি হলেও চিঠি পাঠান পরিচিত কাউকে। এখানে যে পোস্টাল স্ট্যাম্প পাওয়া যায় তাও ডাল লেকের ছবি দেওয়া।

পর্যটকদের কথা মাথায় রেখে এ পোস্টঅফিসে ছোট একটি সংগ্রহশালাও রয়েছে। যেখানে প্রচুর বিরল স্ট্যাম্প রয়েছে পর্যটকদের দেখার জন্য।

Share
Published by
News Desk