মার্কিন যুক্তরাষ্ট্রকে যোগ্য জবাব, বড় পদক্ষেপ করল ভারতীয় ডাকবিভাগ
মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল ভারতীয় ডাকবিভাগ। ডাকবিভাগ অবশ্য এদিনই প্রথম নয়, আগেও পদক্ষেপ করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রকে যোগ্য জবাব দিল ভারতীয় ডাকবিভাগ। ভারতের ওপর চাপ বাড়াতে ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ৮০০ ডলার পর্যন্ত শুল্ক মুক্ত ছিল কোনও জিনিসের আমেরিকায় প্রবেশ।
এবার সেই ছাড় তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই পাল্টা হিসাবে এবার ভারতীয় ডাকবিভাগ জানিয়ে দিয়েছে তারা আর কোনও ডাক যোগাযোগই রাখছে না আমেরিকার সঙ্গে।
যে কোনও চিঠি, নথি, উপহার বা অন্য কোনও সামগ্রি যা ডাকবিভাগ মারফত আমেরিকায় পাঠানো হয় তা সম্পূর্ণ রূপে বন্ধ করে দিল ডাকবিভাগ। যার সহজ অর্থ হল ভারতের সঙ্গে আমেরিকার ডাক যোগাযোগই সম্পূর্ণ বন্ধ হয়ে গেল।
ভারতের ওপর অতিরিক্ত ট্যারিফের বোঝা চাপিয়ে দেওয়ার পর ভারতীয় ডাকবিভাগ আংশিকভাবে আমেরিকার সঙ্গে ডাক যোগাযোগ বন্ধ করেছিল। এবার তা সম্পূর্ণ বন্ধ করে দিল তারা।
এর আগে গত ২৫ অগাস্ট থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা করা বিমানগুলি যারা ডাক যোগাযোগের সামগ্রি নিয়ে যাচ্ছিল, তারা তা বন্ধ করার কথা জানিয়েছিল। এবার তো ডাক যোগাযোগই ভারত বন্ধ করে দিল আমেরিকার সঙ্গে।
অনেক বিশেষজ্ঞই মনে করছেন এমন পদক্ষেপের প্রয়োজন ছিল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই ভারতের ওপর এভাবে ট্যারিফ চাপানোর জন্য ট্রাম্প প্রশাসনকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি এতে চিনের রমরমা বাড়বে বলেও মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা