Categories: National

পাক স্কুল থেকে সন্তানদের সরানোর নির্দেশ

Published by
News Desk

পাকিস্তানের স্কুল থেকে ছাড়িয়ে ভারতীয় রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ছেলেমেয়েদের পাকিস্তানের বাইরে অন্য কোথাও পড়তে পাঠানোর পরামর্শ দিল ভারতীয় বিদেশমন্ত্রক। কাশ্মীর নিয়ে প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে। পাক প্রধানমন্ত্রী নিজেই খোলাখুলি কাশ্মীরের অশান্তিতে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছে ভারত। এই অবস্থায় পাকিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক স্কুলে পঠনরত ভারতীয় কূটনীতিকদের ছেলেমেয়েদের সে দেশ থেকে অন্যত্র পাঠানের পরামর্শ দিল ভারতীয় বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে, বিশ্বের সব দেশেই ভারতের দূতাবাস রয়েছে। সে দেশের সর্বিক পরিস্থিতি বিবেচনা করে সেখানে উপস্থিত ভারতীয় রাষ্ট্রদূত ও কূটনীতিকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রেও তাই হয়েছে।

Share
Published by
News Desk