Categories: National

পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের অস্ত্র সিন্ধুর জল?

Published by
News Desk

পাকিস্তানকে যোগ্য জবাব দিতে এবার সিন্ধু জলচুক্তি লঙ্ঘন নিয়ে চিন্তা ভাবনা শুরু করল ভারত। যদিও এ ব্যাপারে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করে পাক মদতে বারবার ভারতে জঙ্গিহানার জবাব দিতে চাইছে ভারত। কী হতে পারে সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করলে? হবে, একটাই। পাকিস্তানে জল সংকট চরমে উঠবে। ফলে ঘুরিয়ে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা যাবে। এদিকে উরিতে জঙ্গিহানার পর থেকেই ভারত-পাক যুদ্ধের বাতাবরণ তৈরি হতে শুরু করেছে। যদিও সরকারি তরফে জানান হয়েছে সরাসরি আক্রমণ নয়, ভারত কূটনৈতিক পথেই গোটা পরিস্থিতির মোকাবিলা করবে। অন্তর্জাতিক মহলকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবে পাক সরকার কীভাবে ভারত বিরোধী কাজে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। যদিও সূত্রের খবর, সীমান্তে যুদ্ধাস্ত্রও মজুত করছে ভারত। পিছিয়ে নেই পাকিস্তানও। যুদ্ধের আতঙ্কে তারাও বৃহস্পতিবার রাতে এফ-১৬ বিমান মহড়া করেছে।

Share
Published by
News Desk