Sports

বঙ্গতনয়ের বাজিমাত, ইতালিকে ২-০ গোলে হারিয়ে চমকে দিল ভারত

Published by
News Desk

ফুটবল বিশ্বের মানচিত্রে ভারতকে খুঁজে পাওয়া যায়না। অনেক দেশ জানেও না ভারতও ফুটবল খেলে। সেই ভারত এবার চমকে দিল গোটা বিশ্বকে। ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবল টিম হারিয়ে দিল ইতালির অনূর্ধ্ব ১৭ দলকে। তাও আবার তাদেরই মাঠে। ইতালির এরিজো-তে এদিন ২-০ গোলে জেতে ভারতের কিশোররা। অক্টোবরে বিশ্ব অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর বসছে ভারতে। তার আগে অনুশীলনের জন্য বিদেশি দলগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলছে ভারতীয় দল। তেমনই এক ম্যাচে এদিন খেলার ৩৯ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দেয় এক বঙ্গসন্তান অভিজিৎ সরকার।

খেলার শেষ প্রান্তে এসে ৮০ মিনিটের মাথায় রাহুলের গোলে তফাৎ আরও বাড়ায় ভারত। ২-০ গোলে এগিয়ে যায় তারা। শেষ বাঁশি বাজা পর্যন্ত এটাই ছিল স্কোর। বিশ্ব ফুটবলে চিরদিনই সমীহ কুড়িয়েছে ইতালির ফুটবল শৈলী। ফুটবলকে শিল্পের পর্যায়ে তুলে নিয়ে যাওয়া ইতালির অনূর্ধ্ব ১৭ দলকে এভাবে তাদের মাঠেই পর্যুদস্ত করা ভারতীয় ফুটবলের আগামী দিনকে উজ্জ্বল করবে বলেই মেনে নিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk

Recent Posts