Categories: Sports

বিতর্কিত গোলে হার ভারতের

Published by
News Desk

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পর্যন্ত পৌঁছেও সোনা জেতা হল না ভারতীয় হকি দলের। বিতর্কিত শ্যুটআউটে অস্ট্রেলিয়ার কাছে হারতে হল তাদের। ভারতের গোলকিপারের ঘাড়ে দোষ চাপিয়ে অস্ট্রেলিয়ার ডানিয়েল বিলকে এদিন দুবার শ্যুটআউটের সুযোগ দেন জুরি। ফলে দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বিল। এরপর ভারতের জোরদার প্রতিবাদের মুখে খেলার ফলাফলের চূড়ান্ত সিদ্ধান্ত থমকে যায়। আলোচনায় বসেন বিচারকেরা। যদিও এক ঘণ্টা পর অস্ট্রেলিয়াকেই জয়ী ঘোষণা করেন তাঁরা। ফলে ৩৬ তম হিরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল পর্যন্ত পৌঁছেও রূপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। এদিন খেলায় বহু সুযোগ নষ্ট করেছে দুই দল। ফলে খেলা গড়ায় শ্যুটআউটে। চারটি করে শটের মধ্যে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন হরমনপ্রীত সিং। বাকি তিনজন এসকে উথাপ্পা, এসভি সুনীল ও সুরিন্দর কুমারের শট গোল পোস্টের বাইরে দিয়ে যায়। অন্যদিকে বিলের বিতর্কিত গোল ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে গোল করেন আরন জালেস্কি ও সাইমন অচার্ড। ৩৪ বছর আগে আমস্টারডামে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ ঘরে তুলেছিল ভারত। তারপর আর এই প্রতিযোগিতায় পদক জেতা শিকেয় ছেঁড়েনি। এবার সামনে ছিল সোনা জেতার হাতছানি। কিন্তু সে লক্ষ্যও পূরণ হলনা। রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে।

Share
Published by
News Desk

Recent Posts