Categories: Sports

ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক বিরাট

Published by
News Desk

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বিরাট কোহলি। সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে। দলে থাকছেন না মহেন্দ্র সিং ধোনি। আগামী জুলাই-অগাস্ট মাসে এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। টেস্ট দলেও একঝাঁক নতুন মুখের ছড়াছড়ি। ঘরোয়া ক্রিকেটে ভাল রান ও উইকেট থাকা অলরাউন্ডার শার্দূল ঠাকুরের ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়াকে সবচেয়ে বড় চমক হিসাবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। বাংলার হয়ে খেলা ২ খেলোয়াড় ঋদ্ধিমান সাহা ও মহম্মদ সামি এবারের টেস্ট দলে দলে জায়গা পেয়েছেন। এবার একঝলকে দেখে নেওয়া যাক দলটা ঠিক কেমন হল – বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ‌-অধিনায়ক), মুরলী বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দর জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, স্টুয়ার্ট বিনি।

Share
Published by
News Desk

Recent Posts