Sports

শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে ৪ দিনেই জয়ী ভারত

Published by
News Desk

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়টা ছিল সময়ের অপেক্ষা। তবে ক্রিজ আঁকড়ে পড়ে থাকা শ্রীলঙ্কাকে দেখে মনে হচ্ছিল কোনওক্রমে ঠেকিয়ে ঠেকিয়ে ম্যাচ না পঞ্চম দিন পর্যন্ত গড়ায়। তা হয়নি। চতুর্থ দিনের বিকেলে পশ্চিমে ঢলা সূর্যকে সাক্ষী রেখে গলে শ্রীলঙ্কার মাটিতেই শ্রীলঙ্কাকে ছেলেখেলা করে হারিয়ে দিল ভারত। অষ্টম উইকেট পড়ার পর বাকি ২ ব্যাটসম্যান আর ব্যাট করতে নামেননি। ফলে জিতে যায় ভারত। নামলেও ভারতীয় স্পিন আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে পারতেন বলে মনে হয়না। ফলো অন না করিয়ে ব্যাটিং করতে নামা ভারত এদিন সকালে শুধু ব্যাট করতে নেমেছিল কোহলির শতরান পূর্ণ করার অপেক্ষায়। তাই কোহলি ব্যক্তিগত ১০৩ রান করার পরই ইনিংস ডিক্লেয়ার করে দেন।

৫৫০ রান করতে হবে, এই অবস্থায় ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার নিয়মিতভাবে উইকেট পড়তে থাকে। উইকেট আঁকড়ে দাঁড়িয়ে থাকেন শুধু ওপেনার করুণারত্নে। এই কাজে নিরোশন ডিকওয়েলা ও কুশল মেন্ডিজ তাঁকে কিছুটা সঙ্গতও দেন। কিন্তু বিকেল গড়াতেই অশ্বিনের ঘূর্ণি কামাল দেখাতে শুরু করে। ব্যক্তিগত ৯৭ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন করুণারত্নে। তারপর আর দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারিয়ে ভারতের মনোবল এখন তুঙ্গে। অন্যদিকে প্রথম টেস্টে ঘরের মাঠে শোচনীয় হারে চাপের মুখে শ্রীলঙ্কা শিবির। ৩ টেস্টের সিরিজে ১-০-এ এগিয়ে রইল ভারত।

Share
Published by
News Desk

Recent Posts