Sports

ভারতের ঘূর্ণিঝড়ে কুপোকাত বাংলাদেশ

Published by
News Desk

টানা ৬টি টেস্ট সিরিজে জয় ও ১৯ টেস্টে অপরাজিত থাকার বিরল রেকর্ড গড়ল ভারত। এদিন ভারতের অশ্বিন ও জাদেজার ঘূর্ণিতে বাংলাদেশের কেউই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

চতুর্থ দিনে ৩ উইকেট হারানোর পর ৩৫৬ রান করতে হবে, হাতে ৭ উইকেট, এই অবস্থায় পঞ্চম দিয়ে হায়দরাবাদের মাঠে নামে বাংলাদেশ।

সৌম্য সরকারের ৪২ রান আর মাহমুদুল্লার ৬৪ রানের ইনিংস বাদ দিলে এদিন বাংলাদেশের বাকি ব্যাটসম্যানেরা সামান্য সময়ই ক্রিজে টিকে থাকতে পেরেছেন। ২৫০ রানে বাংলাদেশের সব উইকেট পড়ে যায়। ভারত জেতে ২০৮ রানে। অশ্বিন ও জাদেজা ৪টি করে উইকেট পান।

Share
Published by
News Desk