Sports

দ্বিতীয় দিনের শেষে ভাল অবস্থায় ইংল্যান্ড, জবাব দিচ্ছে ভারত

Published by
News Desk

হারানোর কিছু নেই। তাই চাপহীন ভাবে নিজের স্বাভাবিক খেলা খেলাই ভাল। চেন্নাই টেস্টে সম্ভবত এমনই মন্ত্রগুপ্তি নিয়ে মাঠে নেমেছিল কুক বাহিনী। যদি তাই হয়ে থাকে তবে বলতেই হচ্ছে টোটকা কাজে লেগেছে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপ কিন্তু ধসে যায়নি। বরং ভারতীয় বোলিং আক্রমণের মুখে চওড়া ব্যাটে কড়া জবাব দিয়েছে। ইংল্যান্ডের টেলএন্ডার ডসন আর রশিদের দুরন্ত ব্যাটিং খেলার মোড়ই ঘুরিয়ে দিয়েছে। হারার সম্ভাবনা থেক ইংল্যান্ডকে অনেকটাই দূরে সরিয়ে নিয়ে যাওয়াই নয়, বোলিং ভাল হলে যাতে ভারতকে হারানো যায়, সে রান যোগ করে দিয়েছে তারা। দুজনের ৬০ ও ৬৬ রানের কাঁধে ভর করে এদিন ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৭৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারতও প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ভারতের স্কোর ৬০ রান। ক্রিজে রয়েছেন দুই ওপেনার কেএল রাহুল ও পার্থিব প্যাটেল।

 

Share
Published by
News Desk

Recent Posts