Sports

বিজয়-বিরাট বিক্রমে শক্ত ভিতে ভারত

Published by
News Desk

প্রথম দিনে চমক দেখিয়েও সেই টেম্পো ধরে রাখতে পারল না ইংল্যান্ড। বরং ভারতের পাল্টা দাপটে এখন সামান্য হলেও বেকায়দায় কুক বাহিনী। মুরলী বিজয় আর বিরাট কোহলির ব্যাটিং পরাক্রমে চিন্তায় তারা। ‌মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতেই পূজারার উইকেট হারায় ভারত। এরপর বিরাট-বিজয় জুটে হাল ধরে। পরে ১৩৬ রান করে বিজয় আউট হলেও কোহলি দাঁড়িয়ে থাকেন প্রাচীরের মত। তবে ভারতের অন্য ব্যাটসম্যানেরা তেমন যোগ্য সঙ্গত দিতে পারেননি কোহলিকে। দিনের শেষে বরং অনেকটাই উজ্জ্বল জয়ন্ত যাদবের ব্যাট। ৩০ রান করে বিরাটের সঙ্গে ক্রিজে রয়েছেন তিনি। ১৪৭ রান করে অপরাজিত বিরাট কোহলি। দিনের শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪৫১ রান। রবিবার চতুর্থ দিন। ভারত কত রানের লিড নিয়ে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় সেদিকে নজর থাকছে সকলের। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কোনও অঘটন না ঘটলে এই টেস্ট ড্রয়ের দিকে ছুটছে।

 

Share
Published by
News Desk

Recent Posts