Categories: Sports

সিরিজ পকেটে, এবার লক্ষ্য ‘হোয়াইটওয়াশ’

Published by
News Desk

জিম্বাবোয়েকে ২-০ ম্যাচে হারিয়ে একদিনের সিরিজ পকেটে পুরল ভারত। প্রথম ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের আশাও জাইয়ে রাখল ধোনির ভারত। এদিন টস জিতে জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। কিন্তু শুরু থেকেই ভারতীয় বোলিং আক্রমণের সামনে নড়বড় করতে থাকে জিম্বাবোয়ে। ৫০ ওভারের ম্যাচে মাত্র মাত্র ৩৪ দশমিক ৩ ওভারেই সব উইকেট পড়ে যায় তাদের। স্কোর বোর্ডে রান তখন মাত্র ১২৬।

জিম্বাবোয়ের আয়ারাম গয়ারাম ব্যাটিংয়ে একমাত্র চোখে পড়ার মত ব্যাট করেছেন ভুসি সিবান্দা। ৫৩ রান করে আউট হন তিনি। মূলত সিবান্দার কাঁধে ভর করেই এদিন তিন অঙ্কের রানে পৌঁছতে পারে জিম্বাবোয়ে। সামান্য রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার করুণ নায়ার ৩৯ রানে ও গত ম্যাচের নায়ক কে এল রাহুল ৩৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

যদিও এরপর আর উইকেট হারাতে হয়নি ভারতকে। আম্বাতি রায়ুডু ও মণীশ পাণ্ডে জুটি শেষের সামান্য রানটুকু সহজেই তুলে দেন। মাত্র ২৬ ওভার ৫ বল খরচ করেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।

Share
Published by
News Desk

Recent Posts