Sports

ভারতীয় দলে পাণ্ডিয়া, লাইফলাইন গম্ভীরের

Published by
News Desk

ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। ৫ ম্যাচের সিরিজে আপাতত প্রথম ২ টেস্টের দলই ঘোষণা করা হয়েছে। সকলকে চমকে দিয়ে ১৫ জনের দলে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। নির্বাচকদের দাবি, হার্দিকের বোলিং ও ব্যাটিং দক্ষতা বর্তমানে বেশ ভাল। সেইসঙ্গে তাঁর ফিল্ডিংও যথেষ্ট চোখে পড়ার মতন। এই মুহুর্তে ২৩ বছরের এই ছেলেটিকে ঘিরে অনেকটাই সম্ভাবনার আলো দেখছেন নির্বাচকেরা। অন্যদিকে কেএল রাহুলের হ্যামস্ট্রিং-এ চোট ও শিখর ধাওয়ানের বুড়ো আঙুলে ফ্র্যাকচারের ফলে তাঁরা প্রথম দুটি টেস্টের দলে জায়গা পাননি। এই দুজনের অনুপস্থিতি গৌতম গম্ভীরকে কার্যত একটা লাইফলাইন দিয়েছে। আন্তর্জাতিক টেস্টে নিজের দক্ষতা প্রমাণের জন্য প্রথম দুটি টেস্ট পাবেন তিনি। যোগ্যতা প্রমাণ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ এল তাঁর সামনে।

দলে জায়গায় পেয়েছেন ইশান্ত শর্মাও। চিকুনগুনিয়া নিউজিল্যান্ড সিরিজে তাঁর ভারতীয় দলে থাকার সুযোগ কেড়ে নিয়েছিল। আপাতত সেই অসুখ থেকে সম্পূর্ণ সুস্থ তিনি। ফলে তাঁরও জায়গা হয়েছে দলে। আপাতত বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলছে ইংল্যান্ড দল। ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট। প্রথম খেলা রাজকোটে। বাকি খেলাগুলো হবে বিশাখাপত্তনম (১৭-২১ নভেম্বর), মোহালি (২৬-৩০ নভেম্বর), মুম্বই (৮-১২ ডিসেম্বর) ও চেন্নাই (১৬-২০ ডিসেম্বর)। প্রথম ২টি টেস্টের জন্য যে দল ঘোষণা হয়েছে তা এরকম- বিরাট কোহলি (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দর জাদেজা, আর অশ্বিন, গৌতম গম্ভীর, অমিত মিশ্র, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, করুণ নায়ার, ইশান্ত শর্মা,  মহম্মদ সামি, উমেশ যাদব, মুরলী বিজয়, হার্দিক পাণ্ডিয়া ও জয়ন্ত যাদব।

Share
Published by
News Desk

Recent Posts