Categories: Sports

কোহলি-ধোনি যুগলবন্দিতে জয়ী ভারত

Published by
News Desk

কোহলি-ধোনি দাঁড়িয়ে যাওয়া মানে দিনটা ভারতের। কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি তা ফের একবার প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম ২ স্তম্ভ বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। এদিন মোহালিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা ভাল করলেও মিডল অর্ডারে ধস কিউয়িদের চাপে ফেলে দেয়। ১৮০ রানেই ৭ উইকেট হারিয়ে প্রবল চাপের মুখে থাকা নিউজিল্যান্ডকে একটা চ্যালেঞ্জিং রানে পৌঁছে দেন নিসাম, হেনরিরা। ফলে ৫০ ওভারের ম্যাচে ২ বল বাকি থাকতে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৮৫ রান। পরে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার রাহানে ও রোহিত শর্মা দ্রুত প্যাভিলিয়নে ফিরে হাল ধরে কোহলি-ধোনি জুটি।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। বিরাট কোহলির অপরাজিত ১৫৪ রান আর ধোনির ৮০ রানের দুরন্ত ইনিংসের সুবাদে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। এদিনের জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে গেল তারা। এদিন ম্যাচে সেরা হন বিরাট কোহলি।

Share
Published by
News Desk

Recent Posts