Sports

মহাকুম্ভে সাধুর বেশে বিরাট, ধোনি, বুমরাহ, এ কি দৃশ্য

মহাকুম্ভে মিশে গেল ভারতীয় ক্রিকেট। ভারতীয় ক্রিকেটের মহাতারকাদের কয়েকজনকে সাধুর বেশে দেখা গেল মহাকুম্ভে। ব্যাপারটা কি জানার চেষ্টা করলেন অনেকে।

Published by
News Desk

মহাকুম্ভে এখন সাধারণ মানুষের সঙ্গে সাধু সন্তরাও হাজির হয়েছেন। কোটি কোটি মানুষের ভিড়ে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা এখন মানব সমুদ্রের রূপ নিয়েছে। এই পুণ্যভূমির ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে এক স্বর্গীয় প্রশান্তি অনুভব করছেন মানুষ।

বাদ যাচ্ছেন না সাধুরাও। সেখানেই সন্ন্যাস গ্রহণ করেছেন বলিউড তারকা মমতা কুলকার্নি। এবার ফের চমক সামনে এল। ভারতীয় ক্রিকেট মিশে গেল মহাকুম্ভে।

বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, যশপ্রীত বুমরাহদের সাধুর বেশে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। পরনে গেরুয়া বসন। কপালে তিলক। গলায় রুদ্রাক্ষের মালা, ফুলের মালা।

যা দেখে অনেকেই অবাক। রোহিত বিরাটরা কি তাহলে এখন মহাকুম্ভে? তাঁরা কি সাধু হয়ে গেলেন? অনেকেই অবাক চোখে সেসব ছবি দেখে প্রশ্ন করেছেন।

এঁরা কেউই সাধু হয়ে যাননি। কেউ গেরুয়া বসনে মহাকুম্ভে হাজিরও হননি। এটা পুরোটাই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কামাল। আর তাতেই একেবারে সত্যই হয়ে ধরা দিয়েছে বিরাট, ধোনিদের এমন রূপ।

ইন্সটাগ্রামে ভারতআর্মি নামে একটি পেজে ভারতীয় তারকাদের এই সাধুর বেশে ছবি ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়েছে। এই সাধুদের বেশে ক্রিকেটারদের তালিকায় বিরাট, ধোনি, বুমরাহ ছাড়াও রয়েছেন রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, সূর্য কুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা।

তাঁদের এমন বেশে দেখে অনেকেই বেশ চমকিত। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ধরা পড়েছে। কেউ এই কাজ দেখে আনন্দ পেয়েছেন। কারও মতে, এটা এআই-এর ভয়ংকর অপব্যবহারের উদাহরণ।

Share
Published by
News Desk