Categories: Sports

দশেরায় কিউয়ি-বধ

Published by
News Desk

দশেরার দিনই দেশবাসীকে জয় উপহার দিল বিরাট ব্রিগেড। ইন্দোরে তৃতীয় টেস্টেও নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারত। নায়ক নয়, ম্যাচের মহানায়ক অবশ্যই অশ্বিন। কার্যত অশ্বিন আতঙ্কেই পর্যুদস্ত কিউয়িরা। এদিন ৩২১ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ভারত। তিনটি টেস্টের তিনটিতেই জয় পেয়ে কিউয়িদের হোয়াইট ওয়াশ করার কৃতিত্বও অর্জন করলেন বিরাট কোহলির ছেলেরা। অশ্বিনের ঘূর্ণিতে ভর করে প্রথম ইনিংসে ২৫৮ রানের লিড পায় ভারত। ফলো অন না করিয়ে বিরাট দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চতুর্থ দিনের সকালে ওয়ান ডের মত ঝোড়ো ইনিংস শুরু করেন গম্ভীর, পূজারারা। গম্ভীরের ৫০ ও পূজারার ১০১ রানের ইনিংসে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে ২১৬ রান করে ডিক্লেয়ার দিয়ে দেয়। লিড গিয়ে দাঁড়ায় ৪৭৪ রানের। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে কিউয়িদের অশ্বিন ভীতিকে কাজে লাগাতে শুরু করেন বিরাট। কৌশল কাজেও দেয়। একা অশ্বিনই মাত্র একদিনে গোটা দলটাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। অশ্বিন পান ৭টি উইকেট। এছাড়া জাদেজা পান ২ উইকেট ও উমেশ যাদব পান ১ উইকেট। ভারতের এই বোলিং দাপটে মাত্র ১৫৩ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ইন্দোর টেস্টে ২ ইনিংস মিলিয়ে অশ্বিনের সংগ্রহ ১৩ উইকেট।

Share
Published by
News Desk

Recent Posts