Sports

দ্বিতীয় টেস্টে খাদের কিনারায় ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ধস নেমেছিল ভারতীয় ব্যাটিংয়ে। লজ্জার হারের জন্য তৈরি হওয়ার পরিস্থিতি প্রায় নিশ্চিত হয়েছিল। দিনের শেষে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে তোলে ৬৩ রান। এরপর অনেকেই মনে করছিলেন নিউজিল্যান্ড বিশাল ইনিংস গড়ে ভারতকে ব্যাট করতে পাঠাবে। সেখানে ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে। কারণ ভারত মাত্র ২৪২ রান করেই প্রথম ইনিংস শেষ করেছে। দ্বিতীয় দিনের খেলা শুরুর পর অবশ্য সেই ছবি বদলে যায়।

দ্বিতীয় দিনে ৬৩ রান স্কোর বোর্ডে নিয়ে ব্যাট করতে নেমে কিন্তু বড় ধাক্কা খায় কিউয়ি ব্যাটিং লাইনআপ। নেমেই আউট হন ব্লান্ডেল (৩০)। তারপরই ৩ রান করে ফেরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। রস টেলর ১৫ ও প্রথম দিন থেকে একদিক ধরে দাঁড়িয়ে থাকা ল্যাথাম ৫২ রান করে ফেরেন। এরপর নিকোলস ১৪, ওয়াটিং ০, সাউদি ০ রান করে ফেরার পর রীতিমত চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৫৩ রানেই ৭ উইকেট হারায় তারা।

সেখান থেকে ফের নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম ও প্রথম দিনে ভারতের ৫ উইকেট তুলে ভারতের প্রথম ইনিংস শেষ করে দেওয়া বোলার জ্যামিসন। গ্রান্ডহোম করেন ২৬ রান। তবে জ্যামিসন প্রথম দিনে যদি কিউয়িদের বোলিং ত্রাস ছিলেন তো দ্বিতীয় দিনে ব্যাটিং ত্রাস হয়ে উঠলেন। জ্যামিসন একাই ৪৯ রান করে নিউজিল্যান্ডকে খেলায় ফেরান। ওয়াগনার করেন ২১ রান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৩৫ রান করে।

ভারত প্রথম ইনিংসে ৭ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে দ্বিতীয় ইনিংসে। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের চেয়েও ভয়ংকর পরিস্থিতির শিকার হয় ভারতীয় ব্যাটিং লাইনআপ। তাসের ঘরের মত ধসে যায় একের পর এক উইকেট। পৃথ্বী শ ১৪ রানে, মায়াঙ্ক আগরওয়াল ৩ রানে, বিরাট কোহলি ১৪ রানে, চেতেশ্বর পূজারা ২৪ রানে, অজিঙ্কা রাহানে ৯ রানে ও উমেশ যাদব ১ রান করে ফেরেন। ভারতের ৬ উইকেট পড়ে যায় ৯০ রানে। এখানেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ব্যাট করছেন হনুমা বিহারী ও ঋষভ পন্থ। ৯৭ রানে এগিয়ে আছে ভারত। তৃতীয় দিনে ভারতের শেষ ৪ উইকেটের কাঁধে এখন গুরু দায়িত্ব। ৯৭ রানের লিডকে তারা কত রানের লিডে টেনে নিয়ে যেতে পারেন তার ওপর নির্ভর করবে খেলার ভবিষ্যৎ।

মীন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ নভেম্বর, ২০২৫

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

November 27, 2025

গাড়ি নয়, গাড়ির নম্বর প্লেটে থাকা রেজিস্ট্রেশন নম্বর বিক্রি হল ১ কোটি ১৭ লক্ষ টাকায়

ভারতে এখন গাড়ি নয়, গাড়ির নম্বর প্লেটে থাকা রেজিস্ট্রেশন নম্বর বিক্রি হচ্ছে ১ কোটি ১৭…

November 27, 2025

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025