Sports

ভাঙা ক্যারিবিয়ানদের সামনে আজ পূর্ণ শক্তির ভারত

Published by
News Desk

ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর শুরু হচ্ছে শুক্রবার থেকে। এদিন টি-২০ দিয়ে শুরু হচ্ছে পথচলা। তবে শক্তিশালী ভারতের সামনে ভাঙা ওয়েস্ট ইন্ডিজ। এটা অবশ্যই ক্যারিবিয়ানদের জন্য চিন্তার। ওয়েস্ট ইন্ডিজ দলের ২ সুপারস্টার আন্দ্রে রাসেল ও ক্রিস গেইল দলে নেই। ফলে ২ মারকাটারি ব্যাটসম্যান ছাড়াই টি-২০ খেলতে নামতে হচ্ছে ক্যারিবিয়ানদের। অন্যদিকে ভারত তার পুরো শক্তি নিয়েই এদিন মাঠে নামছে। ভারতীয় দলে এখন ১ বা ২ জন প্রথমসারির খেলোয়াড় না থাকলেও সমস্যা নেই। তাঁদের পরিপূরক হিসাবে সমান দক্ষতার খেলোয়াড়রা রয়েছেন।

ক্যারিবিয়ানদের ২ সুপারস্টার না থাকা এবং ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা, এই ২টোই সমান কঠিন কাজ। অন্যদিকে তাদের বেশ কয়েকজন খেলোয়াড় নিয়মিত আইপিএল খেলেন। স্বয়ং দলের অধিনায়ক পোলার্ডও আইপিএল খেলেন। ফলে ভারতের পিচ ও এখানকার আবহাওয়ার সঙ্গে পরিচিতি রয়েছে ক্যারিবিয়ানদের। সেটা একটু হলেও তাদের জন্য স্বস্তির। কিন্তু যেভাবে বিশ্বের একের পর এক দলকে ভারত হেলায় হারিয়ে চলেছে তাতে লড়াইটা ওয়েস্ট ইন্ডিজের জন্য সহজ নয়।

হায়দরাবাদে প্রথম টি-২০ খেলায় মুখোমুখি হচ্ছে ২ দল। ৩ ম্যাচের সিরিজ হবে। প্রথম খেলা হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে এদিন খেলা শুরুর আগে মহম্মদ আজহারউদ্দিনের নামে একটি স্ট্যান্ডের উদ্বোধন হবে। প্রাক্তন ভারত অধিনায়ক এখন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও। তাঁকে সম্মান জানিয়ে এই স্ট্যান্ডের উদ্বোধন হবে এদিন।

Share
Published by
News Desk

Recent Posts