Sports

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০-তে নেই বিরাট, জায়গা পেলেন সঞ্জু

Published by
News Desk

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে থাকছেন না বিরাট কোহলি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিরাটের জায়গায় ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। টি-২০-তে নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। আইপিএল-এ রীতিমত সফল সঞ্জু এবার ভারতীয় দলে নিজের জায়গা করে নিলেন। অবশ্য এজন্য ঋষভ পন্থের সমস্যা নেই। তিনিও থাকছেন দলে। সঞ্জুর ঘরোয়া ক্রিকেটে দারুণ ফল রয়েছে। ফলে তাঁকেও একবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখে নিতে চাইছেন নির্বাচকরা।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ দলে থাকছেন, রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মণীশ পাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, ক্রুণাল পাণ্ডিয়া, রাহুল চাহর, যুজবেন্দ্র চাহল, দীপক চাহর, খলিল আহমেদ, শিবম দুবে, শার্দূল ঠাকুর। চাহর ভ্রাতৃদ্বয় এবার দলে জায়গা পেয়েছেন। জায়গা হয়েছে শিবম দুবের মত খেলোয়াড়েরও।

টি-২০ দলে যেমন নতুন মুখের ভিড়, টেস্ট দলে কিন্তু তেমনটা নয়। বরং দল অনেকটাই এক রাখা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে অধিনায়ক থাকছেন বিরাট কোহলি। এছাড়া দলে থাকছেন রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), জাদেজা, অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ ও হনুমা বিহারী। হনুমা বিহারীকে খেলিয়ে দেখতে চাইছেন নির্বাচকরা। এছাড়া দলে ঢুকেছেন কুলদীপ। এর বাইরে টেস্ট দলে তেমন কোনও পরিবর্তন করা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts