Sports

টেস্টে হোয়াইটওয়াশ, ফের ভারতের কাছে দাঁড়িয়ে হারল দক্ষিণ আফ্রিকা

Published by
News Desk

রাঁচি টেস্টের চতুর্থ দিনের সকালে মাঠে নামাটা ২ দলের জন্যই ছিল কার্যত নিয়মরক্ষা। তৃতীয় দিনের শেষে ফলো অন করে, সব উইকেট হারিয়ে টিমটিম করে ২টি উইকেট বিকেলের শেষে বাঁচাতে পেরেছিল প্রোটিয়ারা। ফলে সেই ২টি উইকেট তুলতে মঙ্গলবার সকালে সেজেগুজে মাঠে নামতে হল ভারতীয় দলকে। অন্যদিকে প্যাডআপ করতে হল দক্ষিণ আফ্রিকাকেও। চতুর্থ দিনে দলের খাতায় মাত্র ১ রানই যোগ করতে পেরেছে তারা। সেটাও ব্যাট থেকে নয়। এসেছে অতিরিক্ত রান থেকে।

চতুর্থ দিনের শুরুতে ২০৩ রানে পিছিয়ে থেকে দক্ষিণ আফ্রিকার ২ টেল এন্ডার টিবি ডে ব্রুন (৩০) ও নোরজে (৫) ব্যাট করতে নামেন। মাত্র ২ ওভার খেলেছে প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ফেরেন ব্রুন। আগের দিনের করা ৩০ রানেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। আর তার ঠিক পরের বলেই ফেরেন লুঙ্গি। ২টি উইকেট তুলে নেন ডেবিউ করা নাদিম। ১৩৩ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এবারও ইনিংস ডিফিট হয় তাদের। ভারত জেতে ২০২ রানে।

রাঁচি টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া ভারতকে টেনে তোলেন রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। রোহিত এই টেস্টে দ্বিশতরানের একটা অসামান্য ইনিংস খেলেন। রোহিত শর্মাই এই ম্যাচের সেরা নির্বাচিত হন। এদিকে রাঁচি টেস্ট দিয়েই শেষ হল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজ। ৩টিই জিতল ভারত। ফলে টেস্টে হোয়াইটওয়াশ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের সেরাও এদিন বাছা হয়েছে রোহিত শর্মাকেই।

Share
Published by
News Desk

Recent Posts