Sports

বিরাট কোহলিদের জন্য দারুণ খুশির খবর শোনাল বিসিসিআই

Published by
News Desk

দেশের মাটিতে বিরাট কোহলিরা যতটাই সফল, বিদেশের মাটিতেও ততটাই। বিদেশের মাটিতে ভারত এখন দারুণ ফল করছে। এই অবস্থায় বিরাট কোহলিদের বিদেশের মাটিতেও দারুণ ফল করার জন্য পুরস্কৃত করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। ভারতীয় ক্রিকেট দল বিদেশে খেলতে গেলে ম্যাচ ফি ছাড়াও প্রাত্যহিক খরচের জন্য ডেইলি অ্যালাওয়েন্স পেয়ে থাকে। সেই অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হল।

এতদিন বিরাটরা বিদেশে খেলতে গেলে প্রাত্যহিক খরচ খরচার জন্য ১২৫ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮ হাজার ৯০০ টাকার মত পেতেন। এবার তা বেড়ে করা হল ২৫০ মার্কিন ডলার। তারমানে আগামী দিনে বিদেশে খেলতে গেলে ডেইলি অ্যালাওয়েন্স হিসাবে বিরাটরা তো বটেই এমনকি তাঁদের কোচিং স্টাফরাও ভারতীয় মুদ্রায় ১৭ হাজার ৮০০ টাকার মত করে পাবেন। এর বাইরে পাবেন ম্যাচ ফি। যদিও ম্যাচ ফি-তে কোনও হেরফের করা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ সফর সেরে কিছুদিন হল ভারতে ফিরেছে বিরাটবাহিনী। এখন তারা ভারতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছে। এরপরও ভারতেই খেলা রয়েছে বেশি। বিদেশ সফর বলতে সামনে রয়েছে নিউজিল্যান্ড সফর। যা ২০২০ সালের শুরুর দিকে হতে চলেছে। এদিকে প্রাত্যহিক খরচের টাকা দ্বিগুণ হয়ে যাওয়া অবশ্যই ভারতীয় ক্রিকেটের সদস্যদের জন্য খুশির খবর বয়ে আনল বলে মেনে নিচ্ছে ক্রিকেট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts