Sports

ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করল বোর্ড

Published by
News Desk

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে দল কী হতে চলেছে তা সোমবার ঘোষণা হওয়ার কথা ছিল। সেইমত দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। এখানে অনেক নাম নিশ্চিত বলে ধরা হলেও দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ দলে জায়গা পাবেন তা নিয়ে জোর তর্ক চলছিল খোদ ক্রিকেট বোদ্ধাদের মধ্যেই। একদল বলছিলেন তরুণ প্রতিভা ঋষভকে জায়গা দেওয়া উচিত। অনেকে বলছিলেন না ঋষভ নয়, দীনেশ ভাল ফিনিশার। ওকেই দলে জায়গা দেওয়া হোক। অবশেষে সেটাই হল। ভাল ফিনিশারের যুক্তিকে মাথায় রেখেই দীনেশকে দলে জায়গা দিলেন নির্বাচকরা।

আরও প্রশ্ন উঠছিল আম্বাতি রাইডু কী দলে জায়গা পাবেন? নাকি বিজয় শঙ্কর? সেটাও এদিন পরিস্কার হয়ে যায়। আম্বাতি রাইডু জায়গা পেলেন না। বিজয় শঙ্কর দলে ঢুকলেন। জায়গা পেলেন কেদার যাদবও। সব মিলিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বিশ্বকাপের ১৫ জনের ভারতীয় দল ঘোষণা হয়ে গেল সোমবার। আগামী ৩০ মে থেকে এই বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। একবার দেখে নেওয়া যাক চূড়ান্ত দলটা কি হল।

বিশ্বকাপের যে ১৫ জনের দল এদিন বিসিসিআই ঘোষণা করেছে তা এমন – বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ সামি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts