Sports

অস্ট্রেলিয়াকে হারিয়ে একদিনের সিরিজও জিতে নিল ভারত

Published by
News Desk

৩ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ হেরে রীতিমত চাপে ছিল ভারতীয় শিবির। সিরিজ জিততে বাকি ২টি ম্যাচই জিততে হত। তাও আবার অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো। এমনই এক প্রায় দুঃসাধ্য কাজ করে দেখাল বিরাট বাহিনী। প্রথম একদিনের ম্যাচ হারার পর দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে এদিন মেলবোর্নে তৃতীয় একদিনের ম্যাচটা ছিল ফাইনাল। যে জিতবে সিরিজ তার। এই অবস্থায় এদিন টস জিতে প্রথমে অজিদের ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। ব্যাট করতে নেমে প্রথম থেকেই ভারতীয় বোলিং আক্রমণে ধীরে হয়ে যায় অস্ট্রেলিয়ার রান মেশিন। এদিনও ব্যর্থ অজি অধিনায়ক ফিঞ্চ (১৪)। মাত্র ৫ রান করে ফেরেন কেরিও। পরে অবশ্য খোওয়াজা (৩৪), মার্শ (৩৯), হ্যান্ডসকম্ব (৫৮) অস্ট্রেলিয়ার ইনিংসের ভিত গড়ে দেন। কিন্তু মাত্র ১২৩ রান করে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে এদিনও ভোগাচ্ছিল তার ব্যাটিং লাইনআপ। কেউই তেমন একটা উল্লেখযোগ্য ব্যাটিং উপহার দিতে পারেননি। দ্রুত ফেরেন ম্যাক্সওয়েল (২৬), স্টোইনিজ (১০), রিচার্ডসন (১৬)। পুরো ৫০ ওভার খেলার সুযোগ পায়নি অস্ট্রেলিয়া দল। ৪৮ ওভার ২ বলেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। করে ২৩০ রান।

৫০ ওভারের ক্রিকেটে ২৩০ রান কোনও চ্যালেঞ্জিং স্কোর নয়। তবে ভারতীয় দল জানত এই ম্যাচে কোনও হঠকারিতা তাদের সিরিজ হাতছাড়া করতে পারে। তাই শুরু থেকেই যত্ন নিয়ে ব্যাট করতে থাকেন বিরাটের ছেলেরা। শুরুতেই অবশ্য ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। তবে শিখর ধাওয়ান ২৩ ও বিরাট কোহলি ৪৬ রানের ভাল ইনিংস খেলেন। তাঁরা ফেরার পর হাল ধরে ধোনি-কেদার জুটি। ধোনি এদিন কার্যত তাঁর সেই পুরনো কাজে ব্রতী হন। একদিকে দাঁড়িয়ে থেকে নিজের রান তোলা এবং উল্টোদিকে থাকা ব্যাটসম্যানকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে খেলানো। সঙ্গে জয়ের দিকে এগিয়ে চলা। এই জুটিই কিন্তু ভারতের জয়ের সম্ভাবনা ওভার পার হওয়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বল করতে থাকে। যদিও শেষ দিকে এসে অস্ট্রেলিয়ার ভাল বোলিংয়ের দৌলতে কিছুটা চাপ তৈরি হয়। কিন্তু রণকৌশল ঠিক থাকলে কোনও বাধাই বাধা নয়। অজিরা ফিল্ডিং ক্লোজ করে রান আটকাতে গিয়ে শেষের দিকে বেশ কয়েকটা চার দিয়ে দেয়। আর সেখানেই জয় নিশ্চিত করে নেয় ভারত। ৭ বল বাকি থাকতে ১ রান দরকার ছিল জয়ের জন্য। সেখানেও ৩ বল নষ্ট করে ঠিক ৪ বল বাকি থাকতে চার হাঁকিয়ে জয়ের রান তোলেন কেদার যাদব। চালকের আসনে থেকে ধোনি করেন অপরাজিত ৮৭। আর তাঁর নির্দেশ মেনে খেলে কেদার খেললেন ৬১ রানের একটি দুরন্ত অপরাজিত ইনিংস। এদিন ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ৭ উইকেটে অজিদের হারিয়ে এই ম্যাচই নয়, সিরিজও জিতে নেয় টিম ইন্ডিয়া।

Share
Published by
News Desk

Recent Posts