Sports

কাজে এল না রোহিতের বিধ্বংসী ব্যাটিং, হারল ভারত

Published by
News Desk

টেস্টে কামাল দেখানোর পর একদিনের সিরিজের প্রথম ম্যাচই হারল ভারত। ৩৪ রানে হারল তারা। সিডনিতে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৫০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ২৮৮ রান। একদিনের ম্যাচে যা ভাল স্কোর হলেও বিশাল স্কোর নয়। অস্ট্রেলিয়ার হ্যান্ডসকম্ব ৭৩ রান করেন। খোওয়াজা করেন ৫৯ রান। মার্শ করেন ৫৪ রান। স্টোইনিজ শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৪৭ রান। তাঁর সঙ্গে অপরাজিত থেকে ১১ রান করেন ম্যাক্সওয়েল। এছাড়া অজি উইকেটরক্ষক কেরি করেন ২৪ রান। অধিনায়ক ফিঞ্চ মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলেন রোহিত শর্মা। তাঁর ব্যাট যেদিন বিধ্বংসী হয়ে ওঠে প্রতিপক্ষের ঘুম ছুটে যায়। এদিনও তাই হয়েছে। কিন্তু একা রোহিতের পক্ষে তো সব রান করা সম্ভব নয়। তাই দরকার ছিল পার্টনারশিপের। আর সেখানেই ধাক্কা। ধবন ও রাইডু শূন্য রান করে প্যাভিলিয়নমুখো হন। বিরাট কোহলি আউট হন মাত্র ৩ রানে। ধোনি ৫১ রান করে রোহিতের সঙ্গে একটা জুটি খাড়া করার চেষ্টা করলেও ধোনির আউট হওয়ার পর ফের শুরু হয় উইকেট হারানো। কার্তিক ১২ রানে ও জাদেজা ৮ রানে আউট হন। জাদেজা আউট হওয়ার পর ভারতের বড় ভরসা রোহিত শর্মা ১৩৩ রানের একটা দুরন্ত ইনিংস উপহার দিয়ে আউট হন।

এদিন বল ও রানের ফারাকটা কিন্তু তৈরি হয়ে যায় ধোনির হাত ধরেই। ৫১ রান করতে ৯৬ বল নিয়ে নেন তিনি। যা কিন্তু আদপে ভারতের জন্য ভয়ংকর প্রমাণিত হল। ভারতের ব্যাটিং বিপর্যয় ও ধোনির অতিরিক্ত বল নষ্ট করা এদিন ভারতের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। শেষে এসে কুলদীপও ৩ রান করে আউট হন। খেলার শেষ বলে ১ রান করে আউট হন মহম্মদ সামি। ভুবনেশ্বর কুমার ২৯ রান করে অপরাজিত ছিলেন।

৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ভারত। ৩৪ রানে জেতে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতে অনেকটাই মনোবল পেল অস্ট্রেলিয়া। বাকি ২টির মধ্যে ১টি জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে তারা।

Share
Published by
News Desk

Recent Posts