Sports

পূজারার দুরন্ত সেঞ্চুরি, সিডনি টেস্টেও ভাল অবস্থায় ভারত

Published by
News Desk

সকালটাই বলে দেয় দিনটা কেমন যাবে। সেই আপ্তবাক্য যদি মেনে নেওয়া হয় তবে সিডনি টেস্টের প্রথম দিন বলে দিল এই টেস্টে অ্যাডভান্টেজের পাল্লা কার দিকে। সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই কেএল রাহুলের উইকেট খোয়ালেও মায়াঙ্ক আগরওয়াল ছিলেন অনবদ্য ফর্মে। তাঁর সঙ্গে জুটি বাঁধেন ভারতীয় স্কোয়াডের টেস্ট স্পেশালিষ্ট হিসাবে খ্যাতি অর্জন করা চেতেশ্বর পূজারা। মায়াঙ্ক ৭৭ রান করে ফিরলে পূজারার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক বিরাট কোহলি। যদিও খুব বেশিক্ষণ টেকেননি তিনি। ২৩ রানে বিরাট ফেরার পর খেলতে নেমে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন রাহানেও। অন্যদিকে অবশ্য নিজের ছন্দেই রান তুলে যাচ্ছিলেন পূজারা। এরপর পূজারার সঙ্গে জুটি বাঁধেন হনুমা বিহারী। এদিন এক দুরন্ত সেঞ্চুরি এসেছে পূজারার ব্যাট থেকে। এই নিয়ে এই সিরিজে তৃতীয় সেঞ্চুরি করলেন পূজারা। প্রথম দিনের শেষে পূজারা ১৩০ রান করে ও হনুমা ৩৯ রান করে ক্রিজে রয়েছেন। দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান।

যা অবস্থা তাতে যদি দ্বিতীয় দিনে ৫০০ রানের কাছেও যেতে পারে ভারত তবে হয়তো বিরাট এই টেস্টেও ডিক্লেয়ারের কথা ভাববেন। ৪ টেস্টের সিরিজে ৩টি টেস্ট শেষ হওয়ার পর ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজে সমতা ফেরাতে তাই অস্ট্রেলিয়াকে এই টেস্টে জিততেই হবে। ড্র বা হার তাদের হাত থেকে ছিনিয়ে নেবে সিরিজ। এই অবস্থায় সিডনি টেস্টে প্রথমে ব্যাট করা হয়তো অস্ট্রেলিয়াকে অনেকটা এগিয়ে রাখতে পারত। কিন্তু প্রথম দিনের শেষেই যেভাবে ম্যাচে জমিয়ে বসেছে ভারত, তাতে এই সিরিজ হাতছাড়াই হয়তো লেখা আছে অজিদের কপালে।

Share
Published by
News Desk

Recent Posts