Sports

অজি ব্যাটিংয়ে ধস, ভারতের জন্য জয়ের হাতছানি

মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনেও নিজেদের দাপট ধরে রাখল ভারত। গত ২ দিনে যদি ব্যাটিংয়ে দাপট দেখিয়ে থাকে মেন ইন ব্লু। তবে এদিন দেখাল বোলিংয়ের ভেল্কি। দ্বিতীয় দিনের শেষে ৮ রান করে কোনও উইকেট না হারানো অস্ট্রেলিয়া এদিন তাদের সব উইকেট খোয়ায় মাত্র ১৫১ রান করে। কার্যত ধস নামে অজি ব্যাটিংয়ে। হ্যারিস আর অধিনায়ক পেন ২২ রান করে করেন। এটাই ইনিংসে দলের সবচেয়ে বড় রানের ব্যাটিং। আর সবাই তার চেয়েও কম। ২ জন শূন্য রানে আউট হন। ফলে যা হওয়ার তাই হয়েছে। মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় অজি ইনিংস। এদিন অজি ব্যাটসম্যানদের জন্য সাক্ষাৎ যমদূতের রূপ নিয়েছিলেন যশপ্রীত বুমরাহ। তাঁর বল কিছু বুঝেই উঠতে পারছিলেন না নিজেদের মাঠে নিজেদের পিচে খেলতে নামা অজি ব্যাটসম্যানেরা। একা বুমরাহ তুলে নেন ৬ উইকেট। এখানেই ধস নেমে যায় অজি ইনিংসে। ভারত প্রথম ইনিংসে ৪৪৩ রান করে ডিক্লেয়ার দিয়েছিল। ফলে প্রথম ইনিংসে ভারতের লিড হয় ২৯২ রান। ফলো অন করানো যেত। কিন্তু বিরাট কোহলি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। হয়তো চতুর্থ ইনিংসের ভাঙা পিচে ব্যাটিং এড়াতেই এই সিদ্ধান্ত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিন্তু ভারতীয় ব্যাটিংয়েও ধস নামে। পূজারা, কোহলি ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। রাহানে করেন ১ রান। রোহিত শর্মা ৫ রান। এছাড়া ১৩ রান করে আউট হন হনুমা বিহারী। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান সংগ্রহ করতে পেরেছে ভারত। তাও অনেকটাই মায়াঙ্ক আগরওয়ালের ব্যাটিংয়ে ভরসা করে। এদিন সকালে অজি ব্যাটিংয়ের জন্য যদি যশপ্রীত বুমরাহর বোলিং সাক্ষাৎ আতঙ্কের চেহারা নিয়েছিল, তবে ভারত ব্যাট করতে নামার পর অস্ট্রেলিয়ার কামিন্সের বল পাল্টা সেই একই ভূমিকা নিয়েছিল। এদিন ভারতের ৫টি উইকেটের মধ্যে ৪ উইকেট নেন একা কামিন্সই। যদিও দ্বিতীয় ইনিংসে এমন ভয়াল ধসের পরও ভারত এখন ৩৪৬ রানের লিড নিয়ে বসে আছে। চতুর্থ দিনে যদি লিড ৪০০ রানের ওপর নিয়ে যায় তবে অজিদের জন্য কিন্তু এই টেস্ট বাঁচানো মুশকিল। কারণ এখনও ২ দিন খেলা বাকি। আর পিচের অবস্থা সুবিধের নয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025