Categories: Sports

কিউয়িদের হারিয়ে ১ নম্বরে ভারত

Published by
News Desk

নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে আইসিসি ব়্যাঙ্কিরংয়ে ১ নম্বরে উঠে এল ভারত। পাকিস্তান এতদিন একাই এক নম্বরে বিরাজ করছিল। এখন সেই জায়গা তাদের ভারতের সঙ্গে ভাগ করে নিতে হবে। তার চেয়েও বড় কথা ইডেন টেস্ট। সেখানে ভারত জিতে গেলে পাকিস্তান নেমে যাবে তালিকার দু নম্বর জায়গায়। আর আইসিসি ব়্যাঙ্কিংয়ে একা প্রথম স্থানে থেকে যাবে ভারত। এটা একটা বড় প্রাপ্তি বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট মহল। ৫০০ তম টেস্টে জয়কে একটা বড় প্রাপ্তি হিসাবেই দেখছেন তাঁরা। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটা অন্যতম অধ্যায় হয়ে রইল। কারণ এটা ছিল ভারতের ৫০০ তম টেস্ট। যেখানে জয়ের সুবাদে ভারত তার কেরিয়ারে ১৩০টি টেস্ট জিতল।

Share
Published by
News Desk

Recent Posts