Sports

পঞ্চম দিনে জয় দেখছে ভারত

Published by
News Desk

জিততে গেলে অস্ট্রেলিয়াকে করতে হবে ৬ উইকেটে ২১৯ রান। যেটা কোনও টেস্ট ম্যাচের পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে ব্যাট করে তোলা অন্যতম কঠিন কাজ। আর অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে এমন সংকটে ফেলার পর এখন জয়ের স্বপ্নে বিভোর গোটা ভারতীয় দল। কারণ ভারতও জানে তাদের বোলিং আক্রমণের মুখে মাত্র ৬ উইকেট হাতে নিয়ে ২১৯ রান তোলা অজিদের পক্ষে নেহাতই মুশকিল কাজ।

তৃতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তোলার পর এদিন পূজারা আউট হন ৭১ করে। রাহানে করেন ৭০ রান। মূলত এই ২ স্তম্ভের কাঁধে ভর করেই বড় রানের লক্ষ্য ছোঁয় ভারত। প্রথম ইনিংসে পূজারা ১২৩ রান করে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন। সেই রানের যে কতটা গুরুত্ব ছিল তা জয়ের মুখে এসে বুঝতে পারছে ভারত। ওই রানের জোরেই জয়ের সুযোগ সামনে এসেছে ভারতের। এদিন বাকি ৭ উইকেট খুইয়ে ভারত পৌঁছয় ৩০৭ রানে। এই পিচে নেহাতই ভাল স্কোর। ৩২৩ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে অস্ট্রেলিয়া। ফিঞ্চ, হ্যারিস, খোওয়াজা, হ্যান্ডসকম্ব প্যাভিলিয়নে ফিরেছেন। ক্রিজ কামড়ে লড়াই চালাচ্ছেন মার্স আর হেড। এখন পঞ্চম দিনের দিকে চেয়ে গোটা ভারত।

Share
Published by
News Desk

Recent Posts