Sports

জেতার স্বপ্নে বিভোর ভারত, স্বভূমিতে কঠিন অবস্থায় অস্ট্রেলিয়া

Published by
News Desk

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার হলেও দ্বিতীয় ও তৃতীয় দিন ছিল ভারতের। আর তৃতীয় দিনের শেষে ভারতের জেতার আশাও উজ্জ্বল হয়ে উঠেছে। অন্যদিকে জেতার জন্য নয়, এখন হার বাঁচাতে দাঁত কামড়ে লড়ছে অজিরা।

দ্বিতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসে ২৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে করেছিল ১৯১ রান। এদিন বাকি ৩ উইকেট হারানোর আগে যোগ করল আরও ৪৪ রান। সাকুল্যে ২৩৫ রানে সব উইকেট হারায় অজিরা। ১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরুই করে ভারত।

প্রথম ইনিংসে যেভাবে ভারতীয় ব্যাটিং মুখ থুবড়ে পড়েছিল, দ্বিতীয় ইনিংসে কিন্তু তেমন হয়নি। বরং কেএল রাহুল ৪৪ রান করে এবং বিরাট কোহলি ৩৪ রান করে আউট হন। মুরলী বিজয় অবশ্য মাত্র ১৮ রানই দলের খাতায় যোগ করতে পেরেছেন। ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৫১। অস্ট্রেলিয়ার থেকে ১৬৬ রানে লিড রয়েছে ভারতের। এখনও ২ দিন খেলা বাকি।

Share
Published by
News Desk

Recent Posts