Sports

অজিদের হার বাঁচিয়ে দিল বৃষ্টি

Published by
News Desk

১৯ ওভারে ১৩২ রান। শেষ ওভারে আর কতই বা তোলা সম্ভব ছিল! খুব বেশি হলে ১৫০। এই মুহুর্তে টি-২০ ফরম্যাটে ১৫০ রান তোলা ভারতের মত টি-২০-তে হাত পাকানো দলের পক্ষে কোনও অসম্ভব কাজ নয়। যেখানে গত ম্যাচে তারা ১৭ ওভারেই ১৬৯ রান তুলে দেখিয়ে দিয়েছে। এই অবস্থা থেকে এদিন অজিদের রক্ষা করল বৃষ্টি। তাও আবার একটানা। যখন বৃষ্টি থেমে এল তখন মাঠের হাল বেহাল। সেই অবস্থায় আন্তর্জাতিক স্তরে টি-২০ খেলা করানো সম্ভব ছিলনা।

এদিন মেলবোর্নে টস জিতে প্রথমে অজিদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরু হয় ভারতীয় বোলারদের দাপট। যে দাপটে কার্যত তাঁদের মাঠেই গুটিয়ে যান অজি ব্যাটসম্যানেরা। অবশেষে অনেক লড়ে ১৯ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৩২ রান করেন তাঁরা। তারপরই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। পণ্ড হল খেলা।

Share
Published by
News Desk

Recent Posts