Sports

রুদ্ধশ্বাস শেষ বলে ধরাশায়ী উইন্ডিজ, সিরিজে হোয়াইটওয়াশ

Published by
News Desk

টেস্ট, ওয়ান ডে-র পর টি-২০ সিরিজেও সহজেই উইন্ডিজকে হারাল ভারত। ৩ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হল ক্যারিবিয়ানরা। ৩ ম্যাচের ৩টেই জিতল ভারত। এদিন চেন্নাইতে শেষ বল পর্যন্ত গড়ায় লড়াই। অবশেষে রুদ্ধশ্বাস শেষ বলে ১ রান ছিনিয়ে নিয়ে ম্যাচ জেতে ভারত। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন শিখর ধাওয়ান। প্লেয়ার অফ দ্যা ম্যাচ ঋষভ পন্থ। অন্যদিকে সিরিজের সেরা হয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব।

৩ ম্যাচের সিরিজে প্রথম ২টো ম্যাচ আগেই পকেটে পুরেছিল ভারত। এদিন শেষ ম্যাচে জিতলে হোয়াইটওয়াশ হত সিরিজ। সেদিক থেকে কম গুরুত্বপূর্ণ ছিল ম্যাচ। ফলে এদিন ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পাণ্ডিয়া, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডের মত তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতা দেখানোর দারুণ সুযোগ পান। চিপকে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। ধরে শুরু করে দ্রুত সেই ছন্দ বদলে মারমুখী চেহারা নেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানেরা। উইকেট খুব সহজ না হলেও ক্যারিবিয়ান ব্যাটসম্যানেরা প্রায় প্রত্যেকেই কমবেশি রান স্কোর বোর্ডে যুক্ত করেন। হোপ (২৪), হেটমায়ার (২৬), রামদিন (১৫) ফিরলেও শেষ পর্যন্ত উইকেটে দাঁড়িয়ে থেকে বিধ্বংসী মেজাজে ব্যাট করেন ব্রাভো ও পুরান। ব্রাভো করেন ৩৭ বলে ৪৩ রান। অন্যদিকে মারকাটারি ব্যাট করে পুরান মাত্র ২৫ বলে ৫৩ রান করে দলকে একটা চ্যালেঞ্জিং রানে দাঁড় করিয়ে দেন। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে উইন্ডিজ করে ১৮১ রান।

১৮২ রান করলে জিতবে। সহজ লক্ষ্য নয়। ফলে রোহিত শর্মাদের দিকে চেয়ে দল। কিন্তু অধিনায়ক রোহিতই মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শিখরের সঙ্গে জুটি বাঁধতে নেমে কেএল রাহুলও ১৭ রান করে ফেরেন। চাপে পড়ে যায় ভারত। কার্যত ম্যাচ বার করার দায়িত্ব বর্তায় মাঠে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ওপর। সেকথা শিখরও জানতেন। অন্যদিকে ঋষভ পন্থকে সঙ্গী করে সেই দায়িত্ব কাঁধে তুলে নেন শিখর। শিখর ধাওয়ান, ঋষভ পন্থ জুটি খেলার মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচ ক্রমশ ভারতের দিকে ঝুঁকতে শুরু করে। জয়ের জন্য যখন মাত্র ৭ রান দরকার তখন ফেরেন ঋষভ পন্থ (৫৮)। মণীশ পাণ্ডে নামেন। শেষে ৩ বলে ১ রান করতে হবে এই অবস্থায় শিখর ধাওয়ান একটা বল মারলেও তা ফিল্ডারের হাতে পৌঁছয়। পরিস্থিতি ২ বলে ১ রান করতে হবে দাঁড়ায়। সেই বলে জোড়াল শট নিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে ধরা পড়েন শিখর। ৯২ রান করে ফেরেন শিখর। আর ম্যাচ পৌঁছয় রুদ্ধশ্বাস উত্তেজনায়। ১ বল ১ রান এই অবস্থায় মণীশ ব্যাটে বল ঠেকিয়েই ছুট লাগান। বলটা ধরতে পারলে পাশেই ছিল উইকেট। আর মণীশ ছিলেন অনেক দূরে। কিন্তু চাপের মুখে সেই সহজে ধরা যাওয়া বল ২ ক্যারিবিয়ান ক্রিকেটার হাতছাড়া করেন। সেই সুযোগে রান সম্পূর্ণ করে নেন মণীশ। ভারত জেতে ৬ উইকেটে। হাঁফ ছেড়ে বাঁচেন ভারতীয় ডাগ আউট থেকে গ্যালারি, সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts