Categories: Sports

জিম্বাবোয়েতে ক্যাপ্টেন ধোনি, বাকি সব নতুন মুখ

Published by
News Desk

কোহলি, অশ্বিনরা বিশ্রাম পেলেও জিম্বাবোয়ে সফরে দলনেতা হয়ে আফ্রিকা পাড়ি দেবেন মহেন্দ্র সিং ধোনি। এদিন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের যে নাম ঘোষণা হয়েছে তাতে ধোনি বাদে পুরো দলটাই আনকোরা। ভারতে ঘরোয়া ক্রিকেট ও আইপিএল মিলিয়ে প্রতিভা খুঁজে দল বানান হয়েছে। দলে সবচেয়ে বড় চমক বোধহয় নাগপুরের ৩০ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান ফাইয়াজ ইয়াকুব ফজল। এছাড়াও এবার দিল্লি ডেয়ারডেভিলসে খেলা হরিয়ানার অলরাউন্ডার জয়ন্ত যাদবও দলে জায়গা পেয়েছেন। দলে থাকছেন ভাল ফর্মে থাকা মণীশ পাণ্ডে। জিম্বাবোয়েতে তরুণ নির্ভর ভারতীয় দল ৩টি এক দিবসীয় ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে। জিম্বাবোয়ে সফরের জন্য নির্বাচিত ভারতীয় দল হল – মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, ফাইয়াজ ইয়াকুব ফজল, জয়ন্ত যাদব, মণীশ পাণ্ডে, করুণ নায়ার, আম্বাতি রায়ুডু, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহল, বারিন্দর শ্রন, মনদীপ সিং, জয়দীপ উনাদকাট ও কেদার যাদব।

Share
Published by
News Desk

Recent Posts