Sports

বুমরাহ-ভুবি ইন, সামি আউট

Published by
News Desk

উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ২টি একদিনের ম্যাচ শেষ। বাকি আর ৩টি ম্যাচ। সেই ম্যাচগুলিতে ভারতীয় বোলিং আক্রমণের ধার বাড়াতে দলে আনা হল জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে। এরফলে পেস আক্রমণ শক্তি ফিরে পেল। অন্যদিকে প্রথম ২টি ম্যাচে পেস আক্রমণ বলতে কাজে লাগানো হয় মহম্মদ সামি ও উমেশ যাদবকে। তারমধ্যে মহম্মদ সামিকে আগামী ৩ ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন বিসিসিআইয়ের নির্বাচকরা।

মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হলেও দলে রাখা হয়েছে উমেশ যাদব ও খলিল আহমেদকে। দ্বিতীয় ম্যাচে উইন্ডিজ অনেকটাই খেলায় ফিরেছে। ভারতকে প্রায় হারের দোরগোড়ায় টেনে নিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং। তাই আগামী ৩ ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণের ধার বাড়িয়ে সিরিজ নিশ্চিত করতে চাইছেন নির্বাচকরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk