Sports

ছেলেখেলা করে আয়ারল্যান্ডকে হারাল ভারত

Published by
News Desk

প্রথম টি-২০-র চেয়েও শোচনীয়ভাবে আয়ারল্যান্ডকে দ্বিতীয় ও শেষ টি-২০-তে হারিয়ে দিল ভারত। কোনও লড়াই ছাড়াই এদিন জয় আসে ভারতের ঝুলিতে। কেবল ভারত অধিনায়ক বিরাট কোহলির একটাই হয়ত দুঃখ থেকে যাবে যে দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি ২টির কোনও টি-২০-তেই দু অঙ্কের রানে পৌঁছতে পারলেন না।

শুক্রবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। এদিন কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। কিন্তু ওপেনার হিসাবে এদিন সফল হতে পারলেন না বিরাট। মাত্র ৯ রান করে আউট হন তিনি। এরপর রাহুল-রায়না জুটি আয়ারল্যান্ডের বোলিং নিয়ে কার্যত খেলা করে গেছেন। রাহুল ৩৬ বল খেলে ৭০ রান করে আউট হন। রাহুলের জায়গায় নেমে মাত্র ২ বল খেলে ০ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। এরপর মণীশ পাণ্ডে ও রায়না জুটি রান টেনে নিয়ে যায়। রায়না আউট হন ব্যক্তিগত ৬৯ রানের মাথায়। নামেন হার্দিক পাণ্ডিয়া। আর এখানেই খেলার শেষে এসে পাণ্ডিয়া ঝড়ে ছারখার হয়ে যান আইরিশ বোলাররা। মাত্র ৯ বল খেলে ৩২ রান করেন তিনি। যারমধ্যে ৪টি ছক্কা ও ১টি বাউন্ডারি ছিল। অপরাজিত থাকেন হার্দিক। ২১ রান করে অপরাজিত থাকেন মণীশ পাণ্ডেও। ভারত ২০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে করে ২১৩ রান।

রানের পাহাড় তাড়া করতে নেমে এদিন কার্যত ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি আইরিশ ব্যাটসম্যানেরা। প্রথম টি-২০-তে দুরন্ত ব্যাটিং করা শ্যাননও নন। এদিন আয়ারল্যান্ডের ব্যাটিং ধস শুরু হয় প্রথম ওভার থেকেই। সেই পতন কোনও সময়েই থামেনি। আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেন অধিনায়ক উইলসন। তাঁর সংগ্রহ ১৫ রান। তাহলেই বোঝা যাচ্ছে বাকিদের অবস্থা কী হয়েছিল! ৩ জন ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। ১২ ওভার ৩ বল খেলে ৭০ রান করে আয়ারল্যান্ডের সব উইকেট পড়ে যায়। ৩টি করে উইকেট পান চাহল ও কুলদীপ। ম্যাচের সেরা হন লোকেশ রাহুল। ডাবলিনে এদিন আয়ারল্যান্ড হারে ১৪৩ রানে। এরফলে আয়ারল্যান্ড বনাম ভারত টি-২০ সিরিজ ০-২ ব্যবধানে হারল আয়ারল্যান্ড।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – বিসিসিআই)

Share
Published by
News Desk

Recent Posts