Sports

বাংলাদেশের বিরুদ্ধে অনায়াস জয় পেল ভারত

Published by
News Desk

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে ভারতকে। ফলে প্রতিযোগিতায় ভাল অবস্থায় থাকতে গেলে বৃহস্পতিবার জয় জরুরি ছিল। প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশ। সেই খেলায় এদিন অনায়াস জয় পেল ভারত। টস জেতা দিয়ে শুরু করে ম্যাচ জেতা। সবটাই হল অনায়াসে। যেন হওয়ারই ছিল। খেলতে হবে তাই খেলা। কলোম্বোয় কার্যত ফাঁকা গ্যালারিতে হাতে গোনা দর্শককে সাক্ষী রেখে ভারত জিতল ৬ উইকেটে।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের ব্যাটসম্যানেরা কিছু কিছু করে রান দলের স্কোরে যোগ করতে থাকলেও রান তোলার গতি ছিল কম। ফলে স্কোরের মিটার ঘুরছিল মন্থর গতিতে। বাংলাদেশের লিটন দাস (৩৪) ও সাব্বির রহমান (৩০) দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন। ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৩৯ রান। ভারতের জয়দেব উনাদকাটের ৪ ওভারে ৩ উইকেট ও বিজয় শঙ্করের ৪ ওভারে ২ উইকেট বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেয়।

জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল ১৪০। সহজ লক্ষ্য। তাই রান তাড়া করতে নেমে কোনও তাড়াহুড়োর রাস্তায় হাঁটেননি ভারতীয় ব্যাটসম্যানেরা। এদিনও ভারতীয় ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন শিখর ধাওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯০ রান করার পর এদিনও শিখরই ভারতের সবচেয়ে বেশি রান স্কোরার। শিখর করেন ৫৫ রান। রোহিত শর্মা (১৭) দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে প্রথমে রায়না (২৮) ও পরে মণীশ পাণ্ডে (২৭) যে রান করেন তা ১৪০-এ পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল। প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ভারতের বিজয় শঙ্কর।

Share
Published by
News Desk

Recent Posts