Sports

থমকে গেল বিরাটের বিজয়রথ

Published by
News Desk

৬ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ৩টে জিতে দক্ষিণ আফ্রিকার মাঠে শনিবার ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়েছিল ভারত। ম্যাচ জিতলেই সিরিজ পকেটে। আর সিরিজ জয় মানেই দক্ষিণ আফ্রিকার মাঠে এই প্রথম ভারতীয় দলের ওয়ান ডে সিরিজ জেতা সম্পূর্ণ হত। কিন্তু হলনা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে হওয়া খেলায় ৫ উইকেটে হারতে হল ভারতকে। রেকর্ডের জন্য হাতে রইল আরও ২টি ম্যাচ। তারমধ্যে ১টি জিততে পারলেই বিরাটের হাত ধরে দক্ষিণ আফ্রিকার মাঠে ওয়ান ডে সিরিজ জয়ের শাপমোচন হবে ভারতের।

রান তাড়া নয়, প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়বে তারা। সেই লক্ষ্যে টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ছন্দে না থাকা রোহিত শর্মা দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। হাল ধরেন সেই বিরাট-শিখর জুটি। দুজনেই এখন ফর্মে। আর বিরাট তো এককথায় অনবদ্য। এদিন অবশ্য শিখর ধাওয়ানও ছিলেন তাণ্ডবের মেজাজে। ১০৫ রান করেন তিনি। অন্যদিকে বিরাট করেন ৭৫ রান। খেলার শেষের দিকে এসে স্বমূর্তি ধারণ করেন ধোনি। ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ভারত করে ২৮৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামার পর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির কোপে পড়ে খেলা। অবশেষে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে হওয়া খেলায় জিতে যায় দক্ষিণ আফ্রিকা। এদিন প্রোটিয়া বাহিনীর কেউই বিশাল রান করতে না পারলেও সকলেই একটা পরিমাণমত রান দলকে উপহার দিয়ে গেছেন। ম্যাচের সেরা নির্বাচিত হন হেনরিক ক্লাসেন।

Share
Published by
News Desk

Recent Posts