Sports

শ্রীলঙ্কাকে টি-২০-তে হোয়াইটওয়াশ করে দিল ভারত

Published by
News Desk

৩ ম্যাচের টি-২০ সিরিজের সবকটি জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দিল ভারত। তবে প্রথম দুটি ম্যাচে যেমন দাঁড়াতেই পারেনি লঙ্কা বাহিনী, এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ের পিচে সেটা হল না। ম্যাচ গড়াল টানটান উত্তেজনায়। এদিন বোলার সহায়ক পিচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

প্রথমে ব্যাট হাতে নেমে ধস নামে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে। গুণরত্নে (৩৬), সানাকা (২৯), সমরাবিক্রমা (২১) কিছুটা মান রেখে লঙ্কার স্কোরকে ২০ ওভারের শেষে ১৩৫ রানে পৌঁছে দেন। ১৩৬-এর সহজ লক্ষ্য ভারত তুড়ি মেরে তুলে দেবে বলেই মনে করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। তৃতীয় টি-২০-ও একপেশেভাবে শেষ হবে বলে ধরে নিয়েছিলেন ওয়াংখেড়ের দর্শকরা।

কিন্তু ভারত ব্যাটিং করতে নামার পর বোঝা গেল যতটা সহজ মনে হচ্ছিল ভারতের জয় ততটা সহজ হবে না। উইকেট পতন খুব দ্রুত না হলেও শ্রীলঙ্কার দুরন্ত বোলিংয়ের মুখে রান তুলে উঠতে পারছিলেননা ভারতীয় ব্যাটসম্যানেরা। ফলে রান ও বলের ফারাক বাড়তে থাকে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টানটান উত্তেজনায়। যেখানে ধোনি ও দীনেশের চওড়া ব্যাট কামাল দেখায়। ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।

এদিন ম্যাচ অফ দ্যা ম্যাচ হন জয়দেব উনাদকাট। ম্যান অফ দ্যা সিরিজও হন এই ভারতীয় পেসার। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন সানাকা। প্লেয়ার অফ দ্যা সিরিজ হন কেএল রাহুল। এদিন জয়ের পর ওয়াংখেড়ের মাঠেই প্রাক বড়দিনের আনন্দে মেতে ওঠেন ভারতীয় খেলোয়াড়েরা। সান্টাটুপি পড়ে চলে দেদার সেলফি তোলা, হুল্লোড়।

Share
Published by
News Desk

Recent Posts