Sports

শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

Published by
News Desk

ধরমশালায় হারের জন্য রোহিত শর্মাকে অনেকেই কাঠগড়ায় চাপিয়ে ছিলেন। বিরাট কোহলিকে বিয়ে ফেলে ভারতকে বাঁচাতে মাঠে নামার আবেদনও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই রোহিত শর্মাই এদিন গোটা টিমটাকে কার্যত দায়িত্ব নিয়ে জেতালেন মোহালির মাঠে।

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে রোহিত শর্মার দুরন্ত দ্বিতশতরানের দৌলতে ৩৯২ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১১১ রান করে অপরাজিত থেকে একাই লড়াই দিলেও কার্যত আর কাউকে পাশে পাননি। শ্রীলঙ্কার অন্য ব্যাটসম্যানেরা কেউই বেশিক্ষণ ভারতীয় বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি। ৫০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ২৫১ রানে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। ১৪১ রানে দ্বিতীয় ওয়ান ডে জিতে নেয় ভারত। সিরিজ এখন ১-১। ফলে শেষ ওয়ান ডে সিরিজ নির্ণায়ক ম্যাচ হয়ে দাঁড়াল।

Share
Published by
News Desk

Recent Posts