Sports

ক্রিজ আঁকড়ে ড্রয়ের লড়াই লড়ছে শ্রীলঙ্কা

Published by
News Desk

গত সোমবার ম্যাথিউজের ক্যাচ ফস্কে ছিলেন বিরাট কোহলি। সেই ম্যাথিউজই মঙ্গলবার খেলার মোড় ঘুরিয়ে দিলেন। যেখানে সোমবার দিনের শেষে মনে হচ্ছিল ভারতের জয় এখন নিছক সময়ের অপেক্ষা, সেখানে তৃতীয় দিনের শেষে খেলার মোড় ঘুরিয়ে দিল শ্রীলঙ্কা। সৌজন্যে ম্যাথিউজ ও চন্ডিমলের চওড়া ব্যাট। এখনও ভারতের জয়ের সম্ভাবনা যে নেই এমন নয়। কিন্তু তা অত সহজে হওয়ার নয়। এদিন গোটা শ্রীলঙ্কা দলটা ব্যাট হাতে ব্যর্থ হলেও ম্যাথিউজের ১১১ রানের দুরন্ত ইনিংস ও অধিনায়ক চন্ডিমলের দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৪৭ রানের ইনিংস শ্রীলঙ্কাকে লড়াইয়ের জায়গা করে দিল। দিনের শেষে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ৩৫৬ রান করেছে। তৃতীয় দিনের শেষে তারা ভারতের চেয়ে পিছিয়ে ১৮০ রানে।

গত সোমবারই ৩ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার। এদিন সারা দিনে পড়ল ৬ উইকেট। খেলাও হল ধীরে। রান উঠল শম্বুক গতিতে। কিন্তু এই অবস্থায় খেলা বাঁচাতে গেলে শ্রীলঙ্কাকে ক্রিজ আঁকড়েই পড়ে থাকতে হবে। তবেই এই ম্যাচে ড্র পাওয়ার একটা সম্ভাবনা থাকছে তাদের সামনে। সেই লড়াইয়ে তৃতীয় দিনে অনেকটাই সফল শ্রীলঙ্কা।

Share
Published by
News Desk

Recent Posts