Sports

মুরলী, বিরাটের জোড়া সেঞ্চুরি, শক্ত ভিতে ভারত

Published by
News Desk

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলার শেষে দিল্লির ফিরোজ শাহ কোটলার পিচে ফের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করল বিরাট কোহলির ভারত। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। দলগত ৭৮ রানের মধ্যে শিখর ধাওয়ান (২৩) ও চেতেশ্বর পূজারা (২৩)-র উইকেট হারায় ভারত। মুরলী বিজয়ের সঙ্গে জুটি বেঁধে এরপর দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো শুরু করেন অধিনায়ক বিরাট কোহলি।

ফর্মে থাকা বিরাট ও দুরন্ত বিজয়ের পরাক্রমী ব্যাটিং একদিকে এদিন যেমন ভারতের স্কোরকে দিনের শেষে এসে শক্ত ভিতে দাঁড় করিয়েছে, তেমনই দুজনের শতরান শ্রীলঙ্কার বোলিংকে তছনছ করেছে। বিজয় ১৫৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেও এদিন খেলা শেষ হওয়া পর্যন্ত ক্রিজে ছিলেন বিরাট। তাঁর সংগ্রহ ১৫৬ রান। এদিন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চরম ব্যর্থ অজিঙ্কা রাহানে। মাত্র ১ রান করে আউট হন তিনি। বিরাটের সঙ্গে ক্রিজে আছেন রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে।

Share
Published by
News Desk

Recent Posts